অশেষ পথে অবোধ পথচারী
সমুদ্দুরের কতদুর গেলে সোনারতরী
অজানা নীড়ে ফেড়ে পাখি,
ঠিক ওপাড় পাবি।


সে কী গহীন বনে বিস্তৃত পাথারে
নিলীমার নীল যেথায় গেছে মিশে
তপ্ত বায়ুপ্রবাহের ধুঁ-ধুঁ মরুপ্রান্তরে
গেলি মরীচিকার বসতঘরে
কাল যে গেলো চলে।


ক্ষণ আনন্দের ভূবন ছেড়ে
অন্ধকার কুটিরে বায়ু শূণ্যে
আগুন পানির মিলন লগ্নে
পাহাড়ি ঝড়-ঝাপ্টার দিনে
তাঁরই পানে ছুঁটলো সবে
সব শেষে নিদানকালে।


---শামছুর রহমান
রচনা ঃ ১৮ অক্টোবর ২০১৬ ( মঙ্গলবার ), রাত ঃ ০২ টা ১৯ মিনিট।