বিভেদ ভরা নদীর বুকে
রং তামাশার তরী চলে
ধবল কালো ভিতর বাদে
সঞ্জীবনে লাল আভাতে
কবে যাবি সেই তরীতে ?


এক রঙেরো কাষ্ঠ দিয়্যা
খানে খানে পেরেক মাইর‌্যা
হাতুড় বাটাল আটাইশ নিয়্যা
সৃজনে সব এক ছুতোর’ই
প্রমোদ তরী চলছে ধেয়ে।


এক গাঙেতে সাধের লাউয়ে
ডিঙ্গি পানশি হইলি বেশে
আশরাফ আতরাব কুল ছেড়ে
এক ধ্যানে জ্ঞানে রইবি পড়ে
কবে যাবি সেই তরীতে ?


ভাসলো তরী একতট থেকে
ফিরবি টানে তাঁরই পানে
বৈঠা জাত কুল নাহি রবে
স্ববশ মাঝি ভেরাও পাড়ে
সবাই ওঠো সেই তরীতে
মনো তরী দেও ভাসিয়ে।


---শামছুর রহমান


রচনা ঃ ১৯ অক্টোবর বুধবার, রাত ১১টা ৫১ মিনিট। শাহজাদপুর।