কালে নয়, কুলে নয়
বুকে টেনে নাও মোরে
সব কিছু ভুলে, অন্তরে অন্তরে
সিক্ত স্বাদে পতিত হলো
স্বর্গীয় সরেশ লীলাবেশ
ভালোলাগায় ভালোবাসা অশেষ ।


জগৎ সংসারে মত্ত কাতর
অমাবশ্যার আলো নিরেট কালো
তোমারই পরশে অঙ্গে সর্ব
খেলছে খেলা পূর্ণিমার আলো
স্বর্গীয় সরেশ লীলাবেশ
ভালোলাগায় ভালোবাসা অশেষ ।


নীড়ের ঠিকানা পাখি জানেনা
তবুও নীড়েই ঝাপটায় রঙ্গ ডানা
অতৃপ্ত মনে খোঁজে ভূবণে
একাত্ম দু’জনে নির্জনে
স্বর্গীয় সরেশ লীলাবেশ
ভালোলাগায় ভালোবাসা অশেষ ।


তিলের খাজা খেতে মজা
নেইতো সেথায় কোনো বাধা
চুপাভিসারে হলো দেখা
মনের মতোন রঙ্গমেলা
স্বর্গীয় সরেশ লীলাবেশ
ভালোলাগায় ভালোবাসা অশেষ ।


আদর সোহাগ ফুলো বনে
ভাবনা পিছে, আপন ছেড়ে
মনের মানুষের সনে গহীনে
রসিক ভোমরা মধু খায় বনে
স্বর্গীয় সরেশ লীলাবেশ
ভালোলাগায় ভালোবাসা অশেষ ।


-----------শামছুর রহমান
রচনা ঃ ২৬ অক্টোবর, রাত ২টা ২৫ মিনিটি,শাহজাদপুর।