অহমিকা কোথায় রবে সে দিন
দেহের খাচা শুন্য হবে যে দিন
নানা বেশে ভবো দেশে, পুঁজিহীন লোভী
কয়েক হাত মাটি, ভেলায় ভাসবে
না কী জ্বলবে যে দিন শ্মশাণঘাটের অগ্নিকুন্ডলী !


জন্মিলে মরিতে হবে, জেনেও ভুলে
মজিলে ষড় রিপুর সর্প দংশণে
লোকসান ফেলে শুধু লাভেরই পানে
ছুটলে অবিরাম লুটলে মজা সর্বখানে।


দেহতরী কতো যত্নে বানাইলো মিসতরি
জপলে না রে তাঁরই, করলে না খোঁজাখুঁজি
হেলায় ফেলায় দিন যে গেলো চলে


দেহখাঁচা শুন্য করে পরান পাখি উড়াল দিবে
কোথায় রবে ধন সম্পদ আর আত্ম-অহংকার
সেদিন,শেষ বিচারের দিনে।


---শামছুর রহমান
রচনাঃ ৩১ অক্টোবর ২০১৬, সোমবার , ০০ ঃ ৩৯ পূর্বাহ্ন, শাহজাদপুর।