পর্দা করো জেনে শুনে ৷
লাগাম দেরে নফছো তনু দুখানে
পর্দা করো জেনে শুনে ৷


আখি খোলা দৃষ্টি কালা
হয়না রুচি পর্দা করে ৷
বুড়ির দলে বোৱকা পরে
ছুঁড়ি চলে তনু মেলে
পর্দা করো জেনে শুনে ৷


বেশভূষাতে আশরাফ হলি
আতরাব রলি হৃদগারদে ৷
কাজল কালির মোহ খাঁচায়
উজান তরী ভাটিত চলে
পর্দা করো জেনে শুনে ৷


শরীর ঢাকা বোরকা কালা
মন ঢাকবি তুই কোন কাপুড়ে ৷
পর্দা করে ঘুরলি ভূবন
পতিতপাবন মনের ঘরে
পর্দা করো জেনে শুনে ৷৷
লাগাম দেরে নফছো তনু দুখানে
পর্দা করো জেনে শুনে ৷৷


                   --- শামছুর রহমান
ৱচনা ঃ ১৫ নভেম্বর ২০১৬ খ্রি, ৪ঃ২৪ পূর্বাহ্ন, শাহজাদপুর, সিৱাজগঞ্জ।