ভক্তি সেবা ভক্তিরস্মরণ
করলি নে অবোধ মন
রইলি পতিতপাবন মন।


জন্ম জরা ক্ষয় জিতিলে
পাবি অমূল্য মানিক রতন
কাল মহাকালের দরশন।


মৎস্য বৃক্ষ হয়না সূচী
কাম মুক্ত আহার দু’টি
বাকি সব নকল।


মানুষে মানুষ পূঁজিলে
সেবা সাধন হয় যে তাতে
ওরে ভোলা মন।


চাউল বারি দু’বার খাইলি
আল্লাহ্ আলেক দম করিলি
সে যে তিনেরো সাধন।


সাধুসংঘের ধ্যানে জ্ঞানে
সর্ব রিপু রইলো দূরে
চিত্ত সাধন হয় যে তাতে
কাল মহাকাল ঝিলিক মারে
ত্রিভূবন ত্রিনয়ন পানে
পাবি সর্বকালের দরশন
সিদ্ধসাধক জন।


    -শামছুর রহমান
রচনা : ৮ ডিসেম্বর ২০১৬ খ্রি. সময় : ১০:৫০ অপরাহ্ন, শাহজাদপুর।