হামলার ভয়ে মামলার ডরে
ঘরকোণ ছেড়ে রাজপথ পানে
মজলুম বলে মজদুর চলরে‌
দলে দলে ঐক্যতানের বলে
লড়াই সুনিশ্চিত আজি
পিছু আর নাহি হটি
রক্তচোষার দূর্গ ভেদে চলরে ধেঁয়ে
হয় হোক রঞ্জিত পীচঢালা ঐ রাজপথ !


অভয় চিত্তে দুরন্ত দুর্বার দল
মুক্তির লাগি ঐক্যে উদ্বেলিত সবি চল
শোষকের ঘরে হানিবো কপাটাঘাত বল
আর নাহি হবো নত মোরা
চিরপতিত বঞ্চিত অপাংক্তেয়র দল !


হে বাংলার ভীরু লুটেরা,মজুদ্দার
কেড়েছো ঢের মুখের গ্রাসাহার
নিষ্পেষিতর রক্ত করিয়া পান
হয়েছো সবল হীন হায়নার দল
গড়েছো কালোটাকার ভঙ্গুর কালোপাহাড় !


রক্ষে নাই রক্ষে নাই আজি
গর্জে উঠিয়াছে নিপীড়িত মেহনতী সবি
রক্তচোষার দল, দেখিয়েছো বেশ জুজুর ডর
চলিছে অজেয় বীর, উন্নত তাঁর শির
স্বৈরাতন্ত্র আজ নিপাত যাবে
গণতন্ত্রের মুক্তিকামী বীররে পদতলে !


রচনা : ১০ ডিসেম্বর ২০১৬ খ্রি. ১০:৫০ অপরাহ্ন, শাহজাদপুর।