ধার করিনি গ্রাস করিনি
তবুও হলেম ঋণী,
ঋণের খেলাপ না করিয়াও
হলেম চিরঋণী!


ছল চাতুরী ছিলো বলেই
সত্য বাবু জাগে,
ঘোর আঁধারের নিশি ঋণী
দিন আলোরই কাছে!


সুখী ঋণী দুঃখীর কাছে
চন্দ্র ঋণী সূর্য্যে,
সকল ঋণই হার মেনেছে
মা জননীর কাছে!

বাতাস মাটি আগুন পানি
দাদন দিয়েও ভাবে,
পাওনাদারের কাছে ঋণী
দেনাদার এই ভবে!


রচনাঃ শাহজাদপুর, ৩০ এপ্রিল '২০১৮ খ্রী, সোমবার, ০৩:২৬ অপরাহ্ন!