এই রঙিলা ভুবনে
কত সাধ জাগে দমে দমে,
সবাশা কি রবি হয়ে
প্রভাতে আলোর দ্বীপ জ্বালে!


দুই দিনেরই ভিসা নিয়ে
ভবেরই বাসায়,
দেশ বিদেশে ঘুরে ফিরে
আপন আস্তানায়,
বেসুর সুরে সেতার বাজে
যেমন বাজাও তারে ভবোপারে !


মাঝি চলে বৈঠা বেয়ে
উজান ভাটির নায়,
ঘোর আঁধারে মাঝি তরী
তীর খুজে বেড়ায়,
দ্বোতার সেতার সাধ হারিয়ে
একই সুরেই বাজে প্লাবনকালে!


শাহজাদপুর, ২৮ মার্চ ২০১৮ খ্রিষ্টাব্দ, বুধবার, ০৬:৫৮ পুর্বাহ্ন ।