নিরাশারই শীষে আশার ঘর বেধেছি
শীষ হারাতে প্রভাত কালে আলো সেজেছি।


আঁধার রাতে তুমি আমি স্বপ্নে বিভোর
প্রেম যমুনায় ভেসে,
মধুভেলা ডোবাই দু'জন তুমি আমি
ভোরের শিশির হয়ে,
দিন আলোতে পবন হয়ে মেঘে ভেসেছি
তোমার টানে মেঘ ঝরিয়ে শীষে এসেছি !


দু'দিনেরি জনম নিয়ে ধানের ক্ষেতে
যাতন রূপে সুখের সিন্ধু গড়ি,
ভোরের শিশির কোন আবেশে শুণ্যে মেলায় ডগার বিন্দু ত্যাগী,
সবার তরে সুবাস দিতে দলে মিলেছি
সব বিলিয়ে সুখের বাগের ফুলে সেজেছি!


নিরাশারই শীষে আশার ঘর বেধেছি,
শীষ হারাতে প্রভাত কালের আলো সেজেছি।


জন্মিলে মরিতে হবে দ্বিধা ছেড়েছি,
জীবের সেবায় তোঁমার মেহের
খূঁজে পেয়েছি।


রচনা: শাহজাদপুর, সিরাজগঞ্জ, বাংলাদেশ, ২৩ ফেব্রুয়ারি-২০১৮ খ্রি. শুক্রবার, ১২ঃ০০ পুর্বাহ্ন!