দুঃখ বায়ু বহিলো, টান লাগিলো খেয়ার পালে
অব্যক্ত জ্বালা যন্ত্রণার নদে, জীবন তরী ধেঁয়ে চলে !
সর্বক্ষণে খুঁজে ফেরে, হর্ষঘাট কোথা নাহি মেলে
ভালোবাসার ধাঁ-ধাঁ জ্বালায় জ্বলিনু আপন মনোপ্রাণে !


কার লাগিয়া চৌর্যবৃত্তি করিনু ঘাটে ঘাটে
নীলিমার নীল সাগর পাড়ি দিনু স্বপ্ননীড়ের পানে ।
ব্যাথিত চিত্তে পাথার বক্ষে সদায় তরী চলছে ধেঁয়ে
অঝোরে বহিনু কান্না স্রোত হৃদগারদে ডুমুরফুল রূপে !


ক্ষণ তৃপ্তির বিরাম মোহে ভিড়লো তরী মাঝির সনে
সাতপাকান্তে নির্মলাকাশে কালো মেঘ ফের ঘনিয়ে আসে !
হর্ষপারের ধেয়ানেতে চলছে তরী দিকবিদ্কি
সাত সমুদ্দুর পাড়ি দিয়েও সার হইলো তার নরকপুর !


মনমাঝি তোর বৈঠা ছাড়ি অচীনপুরে দিলে পাড়ি
জলতরঙ্গ ঝড়ঝাপ্টায় ভিড়বে কোথা খাঁদের তরী !
নিদানকালে ভাসবে তরী, স্বর্গ নরক মাঝ দরিয়ায়
মানুষের মাঝে ভবের নরক, স্বর্গও বিরাজ করে !


রচনা : ২২ জুলাই ২০১৭ খ্রিষ্টাব্দ, ৭ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ, শাহজাদপুর, সিরাজগঞ্জ, সময় : ০৮:৫৪ অপরাহ্ন ।