হাজারো ব্যস্ততার মাঝে হারিয়ে যাবে,
হয়তবা স্মৃৃতির অন্তরালে চাপা পরে রবে,


হয়ত তোমার ভাবনার সমস্ত অস্তিত্ব হতে
           ’লীন হয়ে যাবে
           আমার গল্পটা
প্রভাতে যে পুষ্পরা রৌদ্রস্নান করে  
সাঝের মায়ায় তাও ঝরে পরে
তার মতো আমিও একদিন ঝরে যাব
মুছে যাবে আমার গল্পটা।


বর্ষার যৌবনেও একদিন শীত আসে বার্ধক্য হয়ে
বসন্তের সব ফুল গুলোই সমান ভালোবাসা পায় না-
সব ফুল বাসর ঘরে সাজে না
কিছু ঝরে পরে লাঞ্চিত হয়ে
কিছু পরে রয় অবহেলায়।


যে আয়না তোমায় রোজ-রোজ দেখে
একদিন তাও পুরনো হয়ে পরে থাকে অবহেলায়
সে আর কখনো দেখে না তার প্রিয় মুখ


তবুও সে প্রতীক্ষায় বলতে থাকে ,   চিত্তের বেদনা বিধুর শ্লোক;
“তোমাতে আমি হারালেও তুমি আমাতেই রবে
ফাল্গুনী কৃষ্ণচূড়ার ভোরে আবার দেখা হবে”