যদি সিন্ধু তার উত্তাল ঢেউয়ে এ দেহ বিলীন করে দিত,
কায়া ছেড়ে প্রাণ চলে যেত।


যদি চোরাবালি তার বুকে এ দেহ জিন্দা দাফন করে দিত!
শশ্মানের চিতা যদি সর্বশুচি হয়ে;
তার দাহনে এ দেহ দহন করে দিত।
যদি সৌদামিনী তার ক্ষোভে এ দেহ জ্বলসে দিত--
তবে তর বিরহে বিরহির অবসান হতো।