সুজলা সুফলা,
এই শ্যামলা বাংলা,
লাখো শহীদের রক্তে রাঙ্গা,
অজস্র জনতার স্বপ্নে আঁকা;
এই বাংলা॥


দক্ষিণা হাওয়া বয়ে যায়,
ঊর্মি অ্যাঁকে ধানের পাতায়,
দক্ষিণা হাওয়ার তালে ছন্দ তুলে,
আউশ, আমন সোনা ছড়া ধান,
তার তালে ডালে-ডালে বিহঙ্গেরা গায় গান।
বিকেলে রবির কিরণ পরলে ঝিলের জলে
চিকচিক করে জ্বলে; বিক্ষলতার ডালে
সন্ধ্যার হাওয়াই আসে ভেসে,
  রাম-নাম আর মধুর আজান ।