সারাক্ষণ অস্থির মন
ভাবনা, বড় হবো আকাশ ছুঁব।
একদিন প্রভু  শুধাইল মোরে;
বল কি চাও দেব সব পূর্ণ করে।


তুমি প্রভু অন্তর্যামী  মম প্রাণ কি চাই,
তাত তোমার জানার বাকি নাই।
তব বলছি আমি চাই হতে নামি দামি বিশ্বের গুনি,
আমায় উপেক্ষা করে যেন কারো কথ না শুনি,
আমি হবো কভু জীবনান্দ কভু বিবেকানন্দ।


একদিন আমি বড় হলাম আকাশ ছুঁইলাম-
উঁচুতে আরো উঁচুতে আমি হলাম সবার থেকে নামি গুণে গুনি
তখন মানুষকে আর মানুষ মনে হলো না
মনে হলো সবই যেন কিট প্রতঙ্গ............