ঝিঁঝিঁ ডাকে ঘুম না আসে;
জেগে রই রাত-দুপুরে।
কখনো বা নিশা চরের ডানার আওয়াজে
লাফিয়ে উঠি,
ভয়পেয়ে তোমাকে খুঁজি,
ঝাপসা অন্ধকারে।
কখনো-কখনো জোনাকিরা এসে  
আলোর সাগরে ভাসিয়ে নৃত্য করে
কোকিলের গানের সুরে-ছন্দে
মাতিয়ে তুলে জীবনানন্দে।


একলা ঘরে শুয়ে  গুনি
নীল আসমানের তারাদের।
দক্ষিণা সমীরে ভেসে আসা ঘ্রাণের সাথে চলে
অবিরাম কথোপকথন
কখনো তার মাঝে  তর ঘ্রাণ খুঁজে বেড়ায়
                 তবুও
প্রতীক্ষার প্রহর   ফুরাতে চায় না।


কখনো দক্ষিণা হাওয়া এসে ধাক্কা
দেয় দরজায়
ভাবী এই বুঝি তুমি এলে;
পর মুহূর্তেই দেখি সে   তুমি নও।
জানো???
ফাগুনের ফুল আমায় সাজিয়েছে;
তুমি যেমন টাই চেয়ে ছিলে!
তোমার প্রিয় বকুল ফুল,
আর কামিনী-
আমায় সাজিয়েছে।
তাইতো আমি নব সাজে নব রুপে,
তোমার প্রতীক্ষায় প্রহর গুনছি।
কেনো রইলা রাখিয়া একেলা॥