কোন সুদূরে যাবে চলে,
              হারাবে কোন অজানায়?
ছায়া-সাথী হয়ে পিছু নেব
             সমীরণে ছুঁয়ে যাব।
হয়ত বা কখনো জ্যোৎস্না  হয়ে-
              তিমিরে পথ দেখাব।
হয়ত বা জোনাকি হয়ে
আলোর নাচন দেখাব,
দেখাব পথের দিশা।


হয়তো পাখি হয়ে সুরের সাগরে মাতিয়ে দেব
হয়ত বা বসন্তের ফুল হয়ে গন্ধ বিলাব।


প্রতিশ্রুতি দিচ্ছি,
          তোমার ঐ দু চোখ কখনো অশ্রুসিক্ত হতে দেবনা,
                 মাতিয়ে রাখব সুখের মোহনায়।
      তোমার চন্দ্রমুখ কখনো কালো মেঘের  অন্তরালে,
                        হারাতে দেবনা।