ভেবনা তুমি চলে গেলে
গ্রীষ্মের আকাশের নিচে হাতে হারিকেন আর বাঁশ নিয়ে
ঠাঁই দাড়িয়ে থাকব
শরতের মেঘলা আাকাশের মেঘের ভয়ে দৌড়ে পালাব
কার্তিকের কুয়াশাছন্ন ভোরে
তোমার অপেক্ষায় ঠাঁই দাড়িয়ে থাকব
ভেবনা তোমার বিরহে
নিজেকে রংহীন করে সূর্যদয় দেখব না
ভেবনা তোমার অপেক্ষায়
ফাল্গুনের কৃষ্ণচূড়া দেখব না
কোকিলের গানও শুনবনা
ভেবনা তোমার অপেক্ষায়
ফাল্গুনী হাওয়ায় ভেসে আসা মালঞ্চের শোভাস গায়ে মাখব না
তুমি এটা  ভাবলে ভুল করবে জীবনানন্দের বন লতা সেন কে ছেড়ে
শরৎ বাবুর দেবদাস নিয়ে পরে থাকব
ভেবনা তুমি চলে গেলে জীবন হীন যাপন করব ॥