যার লাইগা এ হিয়া কান্দে-কান্দে অভিরাম,
তার বিহনে অশ্রু ঝরে জপে শ্যাম নাম।
তারে আই না দেরে-সখি তারে আই না দে ॥


যার লাগিয়া দিবানিশি হিয়া আঞ্চান করে,
স্বপনে সে আইসা আমার ঘুম হরণ করে।
তারে আই না দেরে-সখি তারে আই না দে ॥


মনের মন্দিরে যার ,   সদা আসা যাওয়া
এ জনমে হবে কি তারে পাওয়া
বলে দেনা সখি তোরা বলেদে আমারে
এজনমে পাব কি আমার শ্যাম চাঁন্দেরে॥