আধার কি কাল
মানব জীবনে থমকে যায়
নতুন আলোর জাল।


জীবন মানেই সংগ্রাম
জীবন মানেই দুর্জয়
জীবন থেকে উপভোগ করো
নতুন এক সূর্য উদয়।


জীবন একটি ছোট্ট পাওয়া
বিধাতা থেকে আসা।
করতে হবে নিজ চালনায় আঁধার আলোয় পাওয়া।


ধরনিতে হায় খুজে পাবে তায় আলোর যত পথ
তাও পাবে খুজে আধারে ভরা আছে যত কলরব।


আঁধার আঁধার আলোর আঁধার  
আঁধারে ভরা প্রিথিবি
তার মাঝে এক বিরল আলো স্বপ্নেরি দুয়ারি।


সূর্যি মামার লাল আলোতেও যায়না দেখা আঁধার
লুপ্ত থাকে ধরনিতে তাও দিনের আলোয় আঁধার।


দিনের মাঝে আলোর ভিতর বেরায় ঘুরে আঁধার
বলতে পারো ভৌতিকতা প্রমাণ হবে গাধার।


এই আধারে চাইতে হলে  জ্ঞানএর আলো জালো
জ্ঞানএর যত বই আছে আজ চোখ বুলিয়ে পড়ো।


ধরনিতে যে আলোর অভাব আলোরে করি সৃষ্টি
নিজ আলোতে দারিয়ে মোরা আঁধারে রাখি দৃষ্টি।