আজ দোলনার কোনে দখিন হাওয়া পাস কাটিয়ে যায়।
অদৃশ্য তোর ঘ্রানে প্রানে কর্ন পাতের সাই।


অনুভুতির ছন্দ গুলো দেয়না বিন্দু ছাড়।
প্রেমের মোহ জেগে উঠে নয়ন জালে তার।


নদীর মতো  বিশাল মনে অন্ধকারের ছাপ।
বিন্দু ছিলাম এপার হতে দেয়নি কোনো তাপ


ওপারে তোর শাখা ছিলো স্রোতে বিপরীত।
হৃদয় গড়া নৌকা আমার নিমিষে শহীদ।


আজ দোলনা দোলে নিস্বাস সুরে,
মনে স্মৃতির ভাজ।


সান্ত্বনা দেয় আওয়াজ দুটি,
দোলনা শ্রীকোল রাজ।