কোথায় তদের ধারালো অস্র
কোথায় তোদের গ্রেনেড।


ভাষা আজি–তো বাংলায় হবে
কবিতার মতো সনেট।


জানিস না তুই বাংলা আমার মায়ের মুখের বানি,
জানিস না তুই বাংলা আমার প্রানের চেয়েও দামি।


২১– আমার প্রানের ভাইয়ের রক্তে মাখা লালা,
২১– মোদের শোক এর ছায়া জয় করবে কাল।


২১ –মোরা হাটবো পথে গাইবো তাদের গান,
২১ –মোরা পুস্প হাতে শহিদ স্মৃতির টান।


২১–আশা বাংকা ভাষা মোদের বুকে টান,
২১– মোরা দেশ পেয়েছি স্বাধীন বাংলা নাম।


২১–আমার বাক্যে চরন ২১ আমার গান,
২১– অমর ফেব্রুয়ারি প্রতিশোধের টান।


আমার ভাইয়ে চির অমর বাংলা ভাষার প্রান
বাংলা ভাষার স্বরবর্ণে ফিরবে তাদের মান