একাত্তরের দিনগুলি মনে পড়ে যখন


অঙ্গ জুড়ে শিউরে ওঠে আমার বুকে তখন।


পাক বাহিনীর আক্রমণে হলো দেশের কাল


তাইতো মোরা দেশ বাঁচাতে  করছি পারাপার।  


ছুড়ছে  গুলি করছে তারা ভয়ংকরি খেলা


সময় থাকতে করতে হবে তাদের মোকাবেলা।


মুজিবেরই বজ্রকন্ঠে  দিলাম মোরা সারা


রক্ত দিয়ে করব মোরা তাদের মোকাবেলা।


প্রতিজ্ঞাটি গেথে নিলাম মনের ভেতর থেকে


লাঠি আর অস্ত্র নিয়ে চলছি ছোটে ছোটে।


দানব দৈত্য শক্তি নয়তো মনের জোরই আসল


তাদের বুকে হানবো মোরা লাঠি আর শাবল।


যুদ্ধে যুদ্ধে কেটে গেল নয়টি মাসের ভাড়া


হার মেনেছে পাকিস্তানি উর্দু করবে তারা।


লাল সবুজের পতাকাতে লিখছি  মধুর বাণী


চিন্তা নাইকো মুছে যাবে বাংলার সব গ্লানি।