আমি একটা বোকা পাখি,
যে নিজেই নিজের ডানায় আগুন লাগিয়েছি।
সুমদ্রের জলসাচ্ছের মতো মুহূর্তে ই স্বপ্ন গড়েছি,
তাসের ঘরের মতো আবার সেই স্বপ্ন ভেঙ্গেছি।
আমি উড়তে শিখেছিলাম,
এখনও উড়তে জানি।
কিন্তু এখন আর নিজের ডানা  নেই,
তাই অন্যকে উড়তে শিখিয়ে বেড়াই।
আমি তো বোকা পাখি,
এখন উড়ে বেড়াই মাটি তে হামাগুড়ি দিয়ে।
কেউ কেউ এভাবেই বাঁচে-বাঁচবে!