আমি তো তোমাকে ভালোবাসাতে চাই নি
হয়তো ,কোনো এক পত্রঝরা বিকালে ,তোমার নিঃসঙ্গ পথচলায় চরণ তলে ভ্রষ্ট পাতার ,মুড় মুড় শব্দ শোনার সঙ্গী হতে চেয়েছি ।


আমি তো তোমাকে ভালোবাসতে চাই নি
হয়তো ,কোনো এক হিমসকালে ,শিশির ভেজা পথচলায় প্রতিটি নীহার কণা, তোমার পায়ের পাতায় কি যে অপূর্ব দৃশ একে দেয়, সেটা দু চোখ ভরে দেখতে চেয়েছি।


আমি তো তোমাকে ভালোবাসতে চাই নি ,
হয়তো, কোনো এক ফাল্গুনে ,তোমার রেশমি চুড়িতে পূর্ন হাতে ,উড়তে থাকা এলোচুল ,বার বার ঠিক করার ব্যার্থ প্ৰচেষ্টা, সে এক অনন্যসাধারণ দৃশ্য ,আমি সেই দৃশ্যের সাক্ষী হতে চেয়েছি ।


আমি তো তোমাকে ভালোবাসতে চাই নি
হয়তো, কোনো এক নক্ষত্র খচিত রাতে ,দুজন মিলে একসাথে ,আধারেরও যে অপূর্ব সৌন্দর্য আছে সেটা দেখতে চেয়েছি


আমি তো তোমাকে ভালোবাসতে চাই নি
আমার এই এলোমেলো অনুভূতি পূর্ণ লেখার বিপরীতে তোমার কিঞ্চিৎ কোনো অনুভূতির উদ্দেক হয় কিনা ,সেটা বোঝার ব্যার্থ চেষ্টা করতে চেয়েছি।