খুব ইচ্ছা করে ,
গোধূলীতে,আমার আঙুল তোমার আঙুলের খুব কাছে রেখে খালি পায়ে নদীর পাড় দিয়ে হেটে যেতে যেতে থমকে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে,
সূর্যের লাল অভার মত ,আমার হৃদয় ক্ষতবিক্ষত হবে তোমার আঙ্গুল কে নিজের আঙুল দিয়ে ছুঁয়ে দিতে না পারার জন্য ,


খুব ইচ্ছা করে,
কোনো এক বৃষ্টি মুখর পড়ন্ত বিকেলে ,তোমার সাথে হটাৎ দেখায়, তুমি আর আমি পাশাপাশি এক ছাতার নীচে হেঁটে যেতে, হয়তো ভিজেও যেতে
তোমার বৃষ্টিভেজা শরীরের কিঞ্চিৎ স্পর্শে আমার হৃদয় কেপে যাবে ,আমার চোখ লাল হয়ে যাবে আমাদের বৃষ্টিভেজা পথ চলা দীর্ঘ না হওয়ার জন্য ,


খুব ইচ্ছা করে ,
বৈঠা বিহীন নৌকায় বসে ,তোমার সাথে ফিনকিফোটা পূর্ণিমা রাতে ,জোস্না স্নানে যেতে
চাঁদের আলো আর পানির তরঙ্গ প্রতিফলিত হয়ে ঢেউ তুলবে তোমার গালে , আমার হৃদয়ে তরঙ্গ বয়ে যাবে তোমার ঐ গাল ছুঁয়ে দিতে না পারার জন্য,