টিপটিপ বৃষ্টি, টাপটুপ সুর,
ছোট্ট নদী গান ধরে দূর।
পাতার কোলে জলছবি খেলে,
হাওয়া এসে মিষ্টি কথা বলে।

কদম ফুলে নাচে যে ঢেউ,
জলকেলিতে ভিজে গেল বেউ।
মাঠের মাঝে ব্যাঙের ডাক,
ঝিঁঝিঁ পোকার ছন্দের হাঁক।

রংধনু হাসে আকাশ ঘেঁষে,
ছোট্ট পাখি ডানা মেলে বেশে।
মেঘের সাথে খেলা যে জমে,
জলতরঙ্গে রোদ পড়ে রমে।

টিপটিপ বৃষ্টি, নাচো গো ভাই,
ভিজতে ভিজতে মেঘ চলে যাই!