আমি তো আছি
বেশ সুখেই আছি
হাতের কর গুনে গুনে ফুরাচ্ছে দিন
উচ্চাভিলাসে সপ্ন দেখতে দেখতে
যেন চোখটাও আজ ক্লান্ত বড়
অধিকার আদায়ের তাগিদে,
কর্কশ চিৎকারে
কন্ঠ আজ ছিন্ন বিদ্ধস্ত
খাদ্যনালী সংকুচিত
কন্ঠে ক্ষীপ্রতা
নিকোটিন চুষে নিয়েছে,
ফুসফুষের মসৃন আভরন
বাজে স্বভাবে আজ তাই,
মস্তিষ্কে রক্তক্ষরন
চোখের দৃষ্টি আজ বড় ঝাপসা প্রায়
মনের সাথে সাথে আজ-কাল শরীরটাও ধুকছে বড়
বাস্তবতার প্রাচিরে ক্ষত বিক্ষত অন্তঃশর্শী।
তাই ললাট বেয়ে নামে আজ জমদূতের অষ্টক্রিয়া।
মলিন চোখে আগ্নেয়গীরির অগ্নিস্রোত।
ললাটে জীবনহীনতার ছাপ স্পষ্ট।
তবু হাস্যজ্বল মুখে
বেশ আছি
ভাল আছি।।।