আমার পৃথিবীর পুরোটা আকাশ তুমি।
সেই আকাশটারে কখনো কালো মেঘের আবরনে কাঁদাও তুমি
আবার
কখনো তপ্ত রোদে পুড়াও
আবার
কখনো বা শান্ত শীতলতায় ভরিয়ে দাও।
দিনের সূর্য বিলিন হলেও
রাত্রের আকাশটাতে আশা নামক হাজারো তারা জ্বালিয়ে রাখি।
প্রতিক্ষায় থাকি কোন এক নতুন ভোরের।
হতেও পারে তা তপ্ত জ্বালাময়ী
আবার
বেদনায় ব্যাথাতুর
নতুবা আমার সপ্নের কোন এক নতুন ভোর।
সেই শান্ত নির্মল আকাশের নিচে
তীল তীল করে বোনা আমার বাবুই পাখির একটা ছোট্ট নীড়।
এ শুধুই প্রতিক্ষা।
যদিও জানি এ প্রতিক্ষার শেষ হবে না কোনদিন।
তবু এইটাই আমার ভালবাসা।
জানি এ ভালবাসা লেখা হবে না কোন ইতিহাসের পাতায়।
চিরকাল মানুষ মনেও রাখবে না।
আমার চির নিদ্রার সাথেই হবে এর পরিসমাপ্তি।
তবু ভালবাসি আর ভালবেসে যাব।
যদিও এটা এক পাক্ষিক।
তাই হয়তো এতটা নড়বড়ে।
তোমার আকাশটা হয়ে উঠতে পারিনি কখনো।


হয়তো তোমার আকাশে নেমে আসা সন্ধ্যার এক আভা ছিলাম।
যা বিলিন হয়ে গেছে।
তাই ভালবাসার এক পাপী আমি।
তবু তোমাতেই সপেছি আমার জীবন।
যদি কখনো সেই সন্ধ্যার আভাটারে মনে পড়ে
তবে ফিরে এসো।
আমার আকাশের সবটুকু রঙ দিয়ে দিব।
প্রতিক্ষার পালা হয় না তো পূরন জানি
তবু আশায় বাঁধি বুক।
তোমার মাঝে খুঁজে চলি আমি এক পশলা সুখ।।