চলেই যদি যাবে
তবে রাখলে কেন হাত হাতে
এসেই যদি হারাবে
তবে বলেছিলে কেন থাকবে সাথে
মিশেছিলে কেন এভাবে
দিন রাত এক করে
প্রয়োজন ছিল কি ফোটার
যাবেই যদি ঝরে
কেন বেধেছিলে মায়াডোরে
কেন অস্তিত্বে মিশেছিলে
জীবনটা পূর্ণ করে
কেন সব কেড়ে নিলে
কেন সাথে ছিলে সব কিছুতে
কাজে খুনসুটি বিনোদনে
করেছিলে কেন নির্ভরশীল
এখন বাঁচবো ক্যামনে
থাকবেই যদি অল্প কদিন
কেন এসিছিলে জীবনে
তুমি হয়েছো আকাশের তারা
বাঁচবো কিকরে তুমি বিহনে