আকাশের নীলে বাঁধে বাসা
ওড়ে কষ্টের মেঘ
তবু কেন আজ সবি ধোয়াশা
এ জীবনে
ও মেয়ে
মনে পড়ে কি
খোজো কি আজো
ঐ স্মৃতির ছেড়া পাতায়
ভালবাস কি আমায় তুমি
শুধু বলো একবার
চলে গেছ এ জীবন ছেড়ে
কিছুই বলিনি আমি
একবার শুধু দেখে যাও
কি জ্বালায় জ্বালালে তুমি
জানি ফিরবে না,ভালবাসবে না
খুজবে না স্মৃতির পাতায়
তবু কেন আজো খুজে ফিরি
বলবে কি একবার
ও মেয়ে
মনে পড়ে কি
খুজে ফের কি
ঐ স্মৃতির ছেড়া পাতায়
ভালবাস কি,আমায় তুমি
শুধু বলো একবার
ভালবাসি,ভালবাসি
ভালবাসি আজো তোমায়
কেন দূরে থেকে জ্বালাও তুমি
কাছে ফিরে এস একবার
ভালবেসে বেধে রাখবো তোমায়
মনের মনি কোঠায়
শুধু একবার
শুধু একটিবার এসে বলে যাও
আজো ভোল নি আমায়
ও মেয়ে
মনে পড়ে কি
খোজো কি আজো
ঐ স্মৃতির ছেড়া পাতায়
ভালবাস কি আমায় তুমি
শুধু বলো একবার
জানি ফিরবেনা ভালবাসবে না
হবে না আর মনে
তবু বলব আমি ডেকে পৃথিবীকে
ভালবাসি শুধু তোমায়
আজো শুধু তোমায়