মেঘবতী নীলাম্বরী
স্বপ্নে করো বাস
কল্পনাতে দাও গো দেখা
বাস্তবতে হারাস
চন্দ্রমাখা মুখরে তোর
দীঘল কালো চুল
ক্ষমা করো ওহে প্রিয়া
যদি হয়-গো ভুল

রাগটা যে তোর একটু বেশি
রেগে যাস তুই যখন খুশি
মনটা তবু তোরেই খোজে
আড়াল থেকেই ভালবাসে
অবুঝ রে তুই সবটা বুঝে
জীবন মরন নয় হিসেবে

ঐ পাগলী আজ তোরে জানাই
ভালবাসি তাই ভালবেসে যাই
ভাল তুই নাইবা বাসিস
মুখ লুকিয়ে নাইবা হাসিস

তবু যে খুজবো তোর মুখের হাসি
বয়সটা তোর হলেও আশি

কি...??????
পাগল...!!!!!

পাগল আমায় বলে সবাই
পাগল হয়তো তাই
পাগলের এই পাগলামীতেও
সাথ যে তোরই চাই......