গভীর একটা রাত
একটা চাঁদ
অবচেতন একটা মন
খোঁজে সারাক্ষন
শুধু তোমাকে
বিনিদ্র দুটি চোখ
ভাগ্যের অভিযোগ
না পাওয়ার সুর বাঁজে আজ অন্তরে
নীড় হারা পাখি আমি
খুঁজে ফিরি ঠিকানা
হারিয়ে ফেলা সেই নীড়
পাব কিনা জানি না
গভীর একটা রাত
একটা চাঁদ
অবচেতন একটা মন
খোঁজে সারাক্ষন
শুধু তোমাকে
জানি হারিয়ে গেছ তুমি
এ জীবন থেকে
বিস্তৃর্ন ঐ কোলাহলে
হাজারো মুখের ভীড়ে আমি
খুঁজে ফিরি তোমাকে
জানি হবে না আর ফেরা তোমার
পড়েছ মায়ার বাঁধনে
জীবন আমার যাবে পথেই
না বোঝা এই যাতনে
তবু সুখে থেক
সুখে রেখ মায়ার পাখিটারে
আমি না হয় রোজ হারাবো
না পাওয়ার ঐ দেশে
ভালবেসে যাব
শুধুই স্মৃতিটারেই