সবুজের এক দিগন্ত দেবো উপহার তোমায়
বিনিময়ে চাইবো না কিছু
বলবো না ভালবাসি
চাইবো না এতটুকু অধিকার
শুধু বলবো
আমার মহাকাল জুড়ে আছ তুমি
আছ আমার নেয়া প্রতিটি বাতাসের বিন্দুতে
বয়ে চলা প্রতিটি সময়ের বাঁকে
আমার ভাবনায়
মনের অন্তপুরের প্রতিটি কোণায় ছোয়া লেগে আছে তোমার
তবু বলবো না আমায় নিয়ে ভাব তুমি
জানি নেই সে অধিকার
তোমার মনের মন্ত্র বীণায় উঠেছে যে সুর
জানি তা আমার তরে নয়
যে সুর আজ বয়ে চলে তব মনে
যার উল্লাসে আজ তোমার হৃদয় মাতে
সে সুর আজ অন্যকারো
যার ব্যাথায় আজ কাঁদে তোমার মন
যার চাহনিতে খুঁজে ফেরো তোমার নিমন্ত্রণ
মিশে থাকে তোমার সত্তাকে ঘিরে
সে আজ আমি নই
যার পথ পানে আজ তুমি চেয়ে রও
যার আশাতে বাঁধ তোমার বুক
যার সোপানে সেঁধেছো তোমার
জীবনের যত সুখ
সে তো আজ আমি নই
জানো...
আজ বড় আক্ষেপ হয়
ঝড় ওঠে এই মনে
অবিরাম বৃষ্টি ঝড়ে
আমার নয়ন জুড়ে
আজ আর লুকাই না তা
আড়াল করি না মেকি হাসিতে
জানি দেখার কেউ আর নেই
নেই আর কোন শাসন
অনিয়মে আর কেউ করবে না বারন
কথায় কথায় আর কেউ করবে না রাগ
করবে না অভিমান
হা হা হা হা হা হা
একদিকে জানো হয়েছে তো বেশ
সৈন্য সেপাই রাজা ছাড়াই
লুট হলো মনের দেশ
সুখ স্বপন সব হারালাম
সাঙ্গ হলো মেলা
হেরেও আজ দুখ জিতিলাম
জীবনের এই খেলায়
অতীত স্মৃতি আজ করে রোমন্থন
তাতেই আজ সুখ খুঁজে বেড়ায়
আমার অবুঝ মন
কখনও যদি দুখ গ্রাস করে তোমার মন
খোঁজে ভালবাসার ছোঁয়া
চলে এসো তবে নিসঙ্কচে
এই মনের দুয়ার খোলা
জানি না কি দিতে পারবো তোমায়
সাধ্য রবে কিনা
চামড়ায় ভাজ পড়বে তখন
রইবো কিনা চেনা
রবো আমি প্রতিক্ষায়
প্রতিটি প্রহর.. প্রতিটা ক্ষন
সম্মানটা আমি রাখবো ধরে
তখনও যদি পাই তোমার ঐ মন