কষ্ট আমি পাই না কভূ
কষ্ট কেন রবে
মনের এই স্মৃতির খাতায়
আমার লেখা স্মৃতির পাতায়
তোমায় চিনবে সবে
আমার গাওয়া সুরের মেলায়
গল্প,কথা,স্মৃতির ভেলায়
মন আবেগের গভীরতায়
তুমি আছো মিশে
তবে বলো কিসের আশায়
দুঃখ পাবো মিছে.??
কষ্ট পাবো কিসে.??
স্বপ্ন প্রিয়া বন্ধু তুমি
মন মানসী আমার তুমি
যতই থাকো দূরে
স্মৃতির পাতায় বাঁধবো তোমায়
অতি আপন করে
তবে কেন আর কষ্ট পাবো মিছে.??
দুঃখ আমার কিসে
হারিয়েছো নাকি স্বপ্ন বুণে
ঠাঁই খুঁজেছো অন্যখানে
মানা-নামানা দ্বন্দ্ব জ্বালা
বিঁধছে নাকি বুকে
সুখ হারিয়ে আবার তুমি
খুঁজছো বলো মিছে
স্বপ্ন আবার কিনবে তুমি.!!!
শুধবে ঋণ কিসে,,??
বলেছিলে তো খুব সহজে
অতিথি কোন এক পাখি এসে
তোরে করলো আপন তোরে
মন ভূলিয়ে তোর যে শেষে
ফিরল আপন নীড়ে
জানলাম না কেবা সে
কি আছে তার মাঝে
যারে নিয়ে ভাবিস এখন
সকাল কিংবা সাঝে
হেরেছি কি সত্যি আমি..!!!
তোর হয়েছে জেতা..???
মানতে আমি পারবো নারে কভূ
তোর সত্য রূপী মিথ্যা
আমার ছিলি তুই
আমার রবি
সারাজীবন ভর
মৃত্যুর-ও কি সাধ্যরে বল
করবে তোরে পর
মন মানসী বন্ধুরে তুই
রাখবো ভালবাসার ছাঁয়
যদিও সে হয় গো সখী
শুধুই কল্পনায়