লজ্জাবতী লাজুক লতা
দেখতে লাগে ভারী
চাঁদ টা দুরে হিংসে করে
করছে বুঝি আড়ি
জীবন মরন আজ নেই তফাতে
ভালবাসার রং তুলিতে
দুঃখ সুখের আড়াল থেকে
মনেরি এই ক্যানভাসেতে
আঁকবো তোর মুখ রোজই
টানা টানা তোর ঐ দুচোখে
স্নিগ্ধ সাজে ঐ ললাটে
নিত্য নতুন
নিত্য ভাবে
ভালবাসার পরশ মেখে
করবো আপন তোরে
চাইছে শুধু এই হিয়া
তুই যে আমার স্বপ্ন প্রিয়া
ভালবাসি তাই তোরে
ব্যান্ড সানাইয়ের বাদ্য সুরে
আনবো আমার ঘরে