আমাদের প্রিয় উন্মাদক আহসান হাবীব মোড়ক উন্মোচন করলেন বাংলা-কবিতা ডট কম কর্তৃক (জাগৃতি প্রকাশনী) প্রকাশিত দুই বাংলার ভালোবাসার কবিতা সংকলন "শতরূপে ভালোবাসা" আজ বিকেলে একুশে বইমেলার বাংলা একাডেমীর নজরুল চত্বরে। সংকলনের অনেক কবি ও উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ও আনন্দে নেচে ওঠে নজরুল চত্বর। এটিএন ও দেশ টিভির ক্যামেরা আর দর্শকদের মোবাইল ক্যামেরায় বন্দী হল শতশত আনন্দ মূহুর্ত। বাংলা কবিতার আসরে যাঁরা নিয়মিত লিখেন, সংকলনে লেখা দিয়ে বাংলা-কবিতা ডট কম এর প্রথম প্রিন্ট প্রকাশনাকে অলংকৃত ও ত্বরান্বিত করেছেন, আর যাঁরা সর্বদা পাশে থেকে বাংলা-কবিতা পরিবারের কবিদের উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন অথচ সময়ের অসমীকরণে, গভীর ইচ্ছা থাকা সত্বেও,  মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মিলিত হতে পারেন নি তাঁদের জন্য প্রিয় মূহুর্তের ধারণকৃত কিছু  ছবি সংযুক্ত করেছি -লিঙ্ক: http://facebook.com/shobdochitro।


মোড়ক উন্মোচন শেষে আমরা সবাই একসাথে যাই জাগৃতি প্রকাশনীর স্টলে। সেখানে সংগ্রহ করি আমাদের সকলের ভালবাসার প্রিয় সংকলন "শতরূপে ভালোবাসা " র কপি। অতঃপর কবিরা নিজেদের মধ্যে হৃদয় আদান-প্রদান শেষে সন্ধ্যার হাত ধরে বুক আর ভরে আনন্দ-সুখ-স্বপ্ন নিয়ে ফিরে যাই নিজেদের ঠিকানায়।


সকলকে বাংলা-কবিতার পক্ষ থেকে অনন্ত উষ্ণ শুভেচ্ছা!
শুভায়ূ!