রঙবিন্যাসের পর স্তব্ধতা দোয়েল বা দয়িতার প্রকৃতি নয়।


স্তব্ধতা ভেঙ্গে আসে ঝড়; এবং সে-রকম পাথর না হলে ঝড় উঠলে বসে থাকে না কিছুই, এমনকি লজ্জাও। ঘুমের সামনে দাঁড়িয়ে যে পাখি ঝড়ের অপেক্ষায় তার ডানায় এক নদী ঢেউয়ের তৃৃষ্ণা। তুমি জানো!


জলে রঙ ঢাললে আর যে-কোনো পাত্রে যায় না। ভিড়ের নদীরা ঢেউয়ের আড়ালে একাই থেকে যায় যে-কোনো অঞ্চলে। তুমি জানো!


রঙমাখা ডানারা একলা আকাশে ওড়ে না!