চতুরঙ্গের চালে কতটা চলে চারুতরী?


তীর থেকে গাছে গাছে কলারহস্যের হাওয়া। বাউকুড়ানি ঘোরে-পাওয়া ঘরে কতটা বাজে স্রোতেশ্বরী বীণ? দোয়েলের শিস দিয়ে আঁকছি নরম নদীর ঢেউ। এবং পালতোলা রোদের আওয়াজ আসছে জলের শব্দে!


দোয়েল এখন পানকৌড়িজলের ডুবুরি পাখি ...