প্রেমাবেগ মন ধরণীর রিক্ত-তিক্ত আবেগ,
কারো অবহেলা,কেউ অবহেলায়,
প্রেম ধরিয়ার তরী ঘুরায় অসুস্থ আবেগ,
কেউ স্বাদ ছুয়ে ভুলে,কেউ কাঁদে অন্তত যন্ত্রনায়।


তুষারের মত শান্ত হয়ে কেউ কাঁদে নীরব
বুকের ভেতর কত যন্ত্রণা,মিছে হাসির নন্দন,  
প্রেম সুখে স্বপ্নে কেউ; কেউ ভাবনায় কাঁদব,
স্বপ্নের বাঁধন বেঁধেছে কেউ,তুষারের আর্তনাদ কন্দন।  


গভীর রজনী কেউ কাঁদে-হাসে, বোবা চিৎকারে
প্রেমাবেগ পীড়া গড়ে কত জনার মনে  
কেউ সিদ্ধ ভবাগৃহে,কেউ অসিদ্ধ অন্তরিন্দ্রিয় জড়ে,
প্রেম আবেগ আসে কত ক্ষণে-ক্ষণে।


কেউ প্রেম দেয়,কেউ ফিরিয়ে দেয়-অনাদর  
কেউ কাঁদে,কেউ হাসে, মৃত্যু সব বিলয়?
সব আবেগ,আবেগের তরে রয়েছে বিবর
প্রেম আসে প্রেম যায়,প্রেম হাসায়-কাঁদায়।