সংবিধানের পাতায় জং ধরেছে লেখা গুলো অস্পষ্ট
ধূলিমাখা মন খবরের কাগজ, রেডিওর শুনশান শব্দ
মুক্তিযুদ্ধার তাজারক্ত, মায়ের ভালোবাসা বেভোলা
আগুনের পরশমণি, চুপচাপ অন্ধকার,একলা আকাশ
নীরব মাঠ বৃক্ষরাজ, গোপনে গেরিলা, কত লাশ।
লাশের উপর লাশ, জ্যান্ত কবর, শুকুনের খাবার,
শুকনো পাতার স্তুপ,অবোলার শরীরে অসুখের হাত।
খুপরি ঘরে ঝুলানো হাড়ি, তৃষ্ণাতক বাবা চুপচাপ
জ্ঞানীর চোখে চশমা, মূর্খরা উড়ায় টাকা চারপাশ।
পঁচা ভাত কৃষকের, পুষ্টি খায় সাহেব, সভ্য নিয়ম
অসভ্যের ঘাড় ত্যাড়া, আলো নিয়ে খেলা অনিয়ম।


পেখম মেলে উড়ে পাখি, শিশু স্বপ্ন আঁকে ঝাঁকে
নতুন দিনের আলো জ্বেলে সূর্য উঠে, কুকিল ডাকে।
বইয়ের পাতায় নতুন করে শব্দ সাজাই, আলোর
ধূলিজমা খবর কাগজ নতুন করে সাজাই আবার।
সংবিধানের নিয়ম গুলো স্পষ্ট করে জাগাই
নতুন দিনের বাতাস বহে ঘরে,আজ উচ্চকন্ঠে গাই।