ভালোবাসার রঙিন আকাশে সূর্য উঠেছে
ধবল বক হলুদ পায়ে ভালোবাসা নিয়ে আসে_
গাঢ় সবুজ পাতায়; প্রজাপতির ঘরে, ফুলে ফুলে,
নীল শাড়ির আঁচলে, ফড়িং—এর বাতাসে।
ভালোবাসা আসে পাখির বাসার_
রঙিন সুতোর মালা গেঁথে, সবুজ পাতার বাতাস নিয়ে,
দূর থেকে উড়ে আসা পাখির বুকে কোলে।
রংধনুর সাত রঙে, ভ্রমরার মুখে মুখে মধু লয়ে,
ফুল ফুটে আছে রমণীদের চুলে-চুলে_
দুলে-দুলে নয়ন ভুলিয়া ক্লেশ রয়েছে শুয়ে।


পথে-পথে, নরম পায়ে-পায়ে সবুজ রঙ মাখে
জনসমুদ্রে ভালোবাসা হাসে নয়নে-নয়নে_
হাজার বছর ধরে; এই পৃথিবীর তরে,
লাল, সাদা, সবুজ, ফুল ফুটেছে বনে-বনে।
ঘরে ঘরে ভালোবাসার রঙ পড়েছে সুখে
কবুতরের চোখে, গোলাপী পায়ে, নরম গায়ে,
মাটির আদরে, গ্রাম্য রূপে, বৃদ্ধের বুকে,
আমার আকাশে, ভালোবাসা ঝরে পড়ে।