বাবার চোখে জল ঝরিতেছে নীর বৃক্ষের মত_
নদীর মত, সাগর, বৃষ্টি, অন্ধকারের মত।
শান্তির ভেড়া ভাঙিয়া পড়েছে যন্ত্রণার কাঁধে
অশান্তিরা বাসা বেঁধেছে বাবার দেহের মাঝে।
দেহের ভিতর অসুখের জীবাণু আকাশ ভাঙিয়া পড়ে
নীরব আঁধারে, নরম সুরে, চিন্তা শুধু বাড়ে।
আলোর ছবিতে কালোর ছবি স্বপ্নের রুদ্ধ ঘরে
চার দেয়ালে আত্মার উল দেহ সংসারে।
বাবার মুখেতে অসুখের চাপ লেগেছে বৃষ্টির ছায়া
চোখের কোণে বৃষ্টির দাগ চুপি রক্ত মায়া।


আলোর ঘরেতে চোখ ঢেকেছে অন্ধকারের ভয়ে
বাবার হৃদয়ে ভয়ের আঁধার, আলো শুধু ক্ষয়ে।
দেহের ভিতরে জং ধরেছে ব্যাধির অন্ধ চোখে
ব্যাধি গুলো সব জড়ো হয়েছে ছায়া পড়েছে মুখে।


হে খোদা, হে দয়াময় আপনার কাছে প্রার্থনা মোর_
বাবার দেহে শান্তির আলো স্বর্গ আলো উঠুক সুখের।