মনের ভাষা কেউ বুঝে না
মন কি চায়, মন কি পায়
অচেনা রাজ্যে অচেনা পাখি
মেলে আখি ছুটে যায় সিক্ত দাসী!
কোথায় গেলে মিলিবে বাস, কোন কালে
অস্থায়ী রাজ্যে কে রাজা কে প্রজা?
কে শাসক, কে শোষক?
কে খাবে ভাত, কে খাবে রক্ত
আমি যে বাকরুদ্ধ, শুদ্ধ নিশ্বাসে তিক্ত।
যে চোখে কান্না নেই বৃক্ষের মত
সে চোখে আদর, আদর্শ, দুখ রিক্ত
নিঃস্ব রমা; দাসী কন্যা বিক্রি হয়ে গেছে
লালা আর রক্তের বিলাসিতার কাছে।
রাজ্যে সব অন্ধ, গন্ধের সুবাস ছড়ায়
অর্থের কাছে নিয়ম বাকরুদ্ধ।