মা রক্ত ভেজা জামাটা ধুয়ে কি হবে?
রেখে দেও তোমার কাছে,খুব যতনে
আমার কথা মনে হলে দেখবে,
আর বলবে খোকা তুই আসবি না....
যুদ্ধ তো অনেক আগে-ই শেষ খোকা
‘তুই কোথায়, আসবি না খোকা?


বিজয়ের এত বছর, আজও খোকা এলো না
মায়ের চোখ আজও শুকায় নাই, পদ্মার মত।
ছুট্ট কুড়ে ঘরে মা আজও একা; রক্ত ভেজা জামা
দেখে দেখে, আজও খোকার অপেক্ষায় কাঁদে।
যুদ্ধ থেকে সবাই ফিরে এসেছে
হাসেম,আব্বাস,আসাদ,রহিম,সফিক,
কিন্তু ‘স্বাধীন’ এলো না,
আজও মায়ে কাঁদে,দীর্ঘ পথ চেয়ে,সবার মুখ দেখে,
আজ বিজয়ের দিনে সবাই সুখের কান্না করে
চার দিকে জয়, জয়, বাংলার জয়,
আকাশে জয়, বাতাসে জয়, মৃত্তিকাতে জয়,
চোখে চোখে জয়, বুকে জয়, মুখে জয়,
ক্ষেতে ক্ষেতে জয়, মায়ের চোখে জয়
খোকার মৃত্যুতে জয়,
আজও খোকা এলো না মায়ের বুকে, তবুও জয়।