চিৎকার করেও কাউকে জাগাতে পারেনি
নীরব কষ্টের ধ্রুব জালে আটকা পড়া মন
সব অভিযোগ, কষ্ট, নিজের মাঝেই জ্বালি
দহনের তপ্ত শিখায় শিক্ত সব ব্যাথা,
সত্যের খুঁজে অর্থের বড্ড অভাব
নাহয় মিথ্যের মাঝে প্রকাশ সভ্য স্বভাব।


কেউ নেই কারো সাথে, কেউ নেই কারো দুঃখে
এই ভেবে বোবা বৃক্ষের মত নীরব হয়ে কাঁদি।


নয়নে মাখানো নীরব কষ্ট, কে বুঝিবে সব ব্যাথা
কত দিবে ব্যাথা, কত সইবো সেথায়, তিক্ত কথা।


নিজের মাঝেই জ্বলেপুড়ে রয় হ্রদয় হয় সিক্ত
যার যত স্বাদ কষ্ট দাও, আমি যে আজ রিক্ত।


কেউ নাই মোরে সুখ দিবে কষ্টের দাবানল নিবিয়ে?
ফু-দিলে নিবেনাকো আগুন, দাউদাউ করে জ্বলে
কেউ কি নাই  আমার নয়ন মুচিয়া টানিবে বুকে?
দুখের ঘর ভাঙিয়া সুখের ঘরে ডাকিয়া তুলিবে?  


কেউ নেই কারো সাথে, কেউ নেই কারো দুঃখে
এই ভেবে বোবা বৃক্ষের মত নীরব হয়ে কাঁদি