তুমি বৃষ্টি হয়ে ঝরলে আমার দু'নয়নের তরে
একা আমি কালো নিশি, মেঘলা আকাশ ছুঁয়ে,
তুমি বৃষ্টি হয়ে চোখের কোণে,দৃষ্টি রবে চাঁদে
চাঁদ মিশে যায় মেঘের সাথে,বৃষ্টির আদর দিয়ে।


তোমার দেওয়া উড়ো চিঠি বাতাস বেসে আসে
এলোমেলো বাতাস বহে বৃষ্টি ঝরে চোখে
উড়ো চিঠি আসেনা আর লাল সবুজ খামে
মেঘে ঢাকা কালো দিনে সুখের-দুঃখ চোখে।


তুমি বৃষ্টির রানী আমার চোখে ঝর্ণা কিগো হবে  
সারা জীবন চোখে-চোখে মনের মধ্যে রবে
তুমি মিশে আছ সবুজ ঘাসে বৃষ্টির রানী হয়ে
খবর নাহি নিলা আজ উড়ো চিঠি দিয়ে।