আকাশ আর নদীর মাঝখানে সুখ,
দুঃখ আর ক্লান্তি নিয়ে ছুটে যাই—
সুখের নীড়ে, চাঁদের বুড়ির কাছে!
এই চাঁদের বুড়ির বয়স মাত্র তেইশ
মানে; নীল শাড়ি পড়া বয়সের ঝকঝকে রমনী!


নদীর ঢেউয়ের উপর ঢেউ উপচে পড়ে
মধ্য ডাঙার ঝিঝির মত শব্দ করে
আমার চোখে অন্ধকারের আলো ঝরে
চাঁদের আলো, নরম কালো, তোমার কোলে!


দৈত্যে ছড়ে, আকাশ, নদী, দুঃখ, ছাড়িয়ে
পদ্মা, মেঘনা, যমুনা, পাড়ি দিয়ে, ছুটে চলি—
আবেগ, প্রেম, ভালোবাসা নিয়ে বুড়ির কাছে
মানে; লাল শাড়ি পড়া বুড়ির কাছে।