কাক ডাকা কোন এক সকালে শুনিবে
আমার ঘরের পাশের বরই গাছে
চড়াই পাখিরা আর নেই।
আগর বাতির ধোঁয়া সারা ঘর জুড়ে
আতরের সুগন্ধ নাকে এসে লাগবে
নিরবে সবার চিৎকার,আমি নিরব বলে।


বিকেলের ছাদ আর ডাকবে না
ফুল গাছে পানি দে বলে,
দূরের উড়ন্ত পাখিরা আর আসবে না,
ফেলে রাখা মুড়ি–চানাচুর খাবে বলে।
আমার মৃত্যুর গন্ধ আজ আকাশে–বাতাসে
মৃত্তিকার ভিতরে ছড়িয়ে পড়েছে,
জানাজানি হয়ে গেছে অন্য জগত বাসে।


৩নং ব্রিজে আমার আর দেখা মিলবে না
তবে আমি দেখবো তোদের,
তোদের আনন্দ ভাগ করে নিতে আমি যাব,
অদৃশ্য হয়ে।
না দেখতে দেখতে ভুলে যাসনি আমায়,
আমার অস্তিত্ব,শারীরিক গঠন।


মনে মাঝে কত স্বপ্ন,কত ভালোবাসা  
আঁকা ছিলো চোখের মাঝে বুঝা না বুঝা ভাষা।  


কারো কাছে মনের নিলাম উঠেছে সস্তা দামে
কারো কাছে কিসের মন অবহেলার তরে,
কারো কাছে দিয়ে ছিলাম জমা ‘মন’ সাদা খামে,  
কারো কাছে ‘অভিশাপ’ পেয়েছিলাম মন ভরে,  
কারো কাছে পেয়েছিলাম দোয়া,স্বর্গ সমান দামে।
কারো কাছে ভালোবাসা মূল্য নাহি মোরে
কারো কাছে জীবন নিয়ে কত খেলা,বেলা–
অবেলা,কাঁদে,হাসে,ভুলে,ডুবে,ভাবে,মরে।


কলিংবেল আর বাজবে নাকো আমার হাতে
কেউ আর বিরক্ত হবে নাকো আমার ডাকে।
ভাতের প্লেট নিয়ে কেউ আর জেগে থাকবে নাকো
সারা রাত জেগে।
মাগো তোমাকে আর কষ্ট করতে হবে নাকো-খোজেঁ
শুধু দোয়া করো তোমার খোকার লাগি,
নামাজ পড়ে, মোনাজাতে দিয়ে।