তোর সাথে মোর কথা হবে, নাহি মনে ক্ষিপ্ত
ওহে বন্ধু, ভালোবাসি তোরে, দিয়ে আলো দীপ্ত
তুই বিশ্ব মাথায় আমার কপালে, তিলক হয়ে রবি
তুই সত্য লয়ে জীবন জয়ে, মানবের তরে ছবি।


শীতল পাটি হৃদয়েতে মেলে দিয়েছি তোকে
কিঞ্চিৎ হেসে আয়রে বুকে, ভালোবাসার চোখে।
তোর আলোতে একটু আলো দেরে আমায় মেখে
তোর হাসিতে ভুলে যাব, যাতনা যত বুকে।


যত দূরে থাকিস বন্ধু, চাঁদের মত দূরে
তোর আলোতে চোখ রাখিব, কান পাতিব সুরে।
তোর কথা মোর কানে বাজে, থাকিস যত দূরে
তোর সাথে মোর দেখা হবে, রাত গেলে ভোরে।


সত্য পথে থাকিস বন্ধু, সত্য কথার লয়ে
সত্যের মাঝে সুখ–শান্তি, সত্যের কথা গেয়ে।
বন্ধু তোরে ভালোবাসি, ভালোবাসা পেয়ে
দীপ্ত জ্বেলে থাকিস বন্ধু, আমায় আলো দিয়ে।